শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রেমিকা পদে কর্ম খালি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৭

ডেটিংয়ে যাওয়ার জন্য জীবনবৃত্তান্ত বানানো এখন নতুন প্রবণতা হিসাবে দেখা দিয়েছে। সেটা মন্দও নয় বটে। আগে থেকেই একজনের সম্পর্কে জেনে ও বুঝে নেওয়া যায়। কিন্তু প্রেম করতে যাওয়ার জন্য বান্ধবীর খোঁজে একেবারে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন! মালয়েশিয়ার চিকিত্সক মোহম্মদ নাকিব সত্যিই সবাইকে বিস্মিত করে দিয়েছেন! প্রেমিকা পদের চাহিদাকে তিনি আবার ‘কর্মখালি’ বলে উল্লেখ করেছেন।

টুইটারে পোস্ট করা সেই বিজ্ঞাপন বড়ই মজার। প্রেমিকাকে কেমন হতে হবে শুধু সেটা জানাতে নয়, প্রেমিক হিসেবে তিনি নিজে ঠিক কেমন সেটাও বিস্তারিত জানিয়েছেন নাকিব। নিজের পছন্দ, অপছন্দ কিছুই জানাতে বাকি রাখেননি। আবেদনকারীরা কেন নাকিবকে পছন্দ করবেন সেটা একেবারে খোলাখুলিই জানিয়েছেন। আর সেই বিস্তারিত তথ্য দিতেই পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন। তার শিরোনাম ‘আপনি কেন আমার সঙ্গে ডেটে যাবেন?’

এমবিবিএস ডিগ্রি থাকলেও রান্না থেকে মিম শেয়ার করায় আগ্রহ রয়েছে নাকিবের। কেকও ভালোবাসেন। স্পষ্ট করে জানিয়েছেন যে, তার অন্যতম গুণ হলো তিনি সবসময় হাতে একটা চকলেট বার রাখেন। গানবাজনারও শখ আছে। কিন্তু নাকিবের মা মনে করেন, তিনি গানের নামে চিত্কার করেন বেশি। নিজের একটা গাড়ি আছে কিন্তু জানিয়েছেন তিনি বেশ গরিব। আইফোন থাকলেও সেটা খুব একটা দামি মডেলের নয়। দেখতেও তাকে সুন্দর নয় বলে দাবি নাকিব বলেছেন, তার উচ্চতাও খুব বেশি নয়। তাকে প্রেমিক হিসেবে গ্রহণ করার কী কী কারণ হতে পারে সেটা জানানোর সঙ্গে সঙ্গে তাকে বাতিল করার যাবতীয় যুক্তিও তিনি নিজেই তুলে ধরেছেন।

মনের মতো বান্ধবী পেতে চাইলেও সেটাকে কাজ বলেই মনে করেন চিকিত্সক নাকিব। টুইটারে তিনি কর্মখালির কথা বলেছেন। পদের নাম ‘লেডিলাভ’ যোগ্যতা হিসেবে সবার আগে হতে হবে সুশিক্ষিতা। এর সঙ্গে হতে হবে পরিণত মানসিকতার এবং ঠিকঠাক টেবল ম্যানার্স জানতে হবে। এর জন্য বেতনও পাওয়া যাবে। তবে সেটা কত তা স্পষ্ট নয়। বেতন হিসাবে প্রতি মাসে যে কমিশন প্রেমিকাকে দেওয়া হবে তা নির্ভর করবে পারফরম্যান্স এবং জন্মদিনের উপহারের ওপর। নবনিযুক্ত প্রেমিকাকে কী কী করতে হবে? না, কাজ তেমন পরিশ্রমের নয়। ডাক্তার নাকিব যা বলেছেন বান্ধবীকে ২৪ ঘণ্টাই সময় দিতে হবে। আরো বড় কথা চুক্তি মেনে নাকিবের সব জোকস শুনে হাসতে হবে।—আনন্দবাজার পত্রিকা

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন