শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্ব হার্ট দিবস আজ

দেশে প্রতি বছর পৌনে তিন লাখ মানুষ হৃদরোগে মারা যায়

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৮

আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য—‘হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ’। বাংলাদেশে প্রতি বছর ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মারা যায়। যার ৪ দশমিক ৪১ শতাংশের জন্য দায়ী ট্রান্সফ্যাট।

আশঙ্কার কথা, ট্রান্সফ্যাটজনিত হৃদরোগে মৃত্যুর সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। 

নীতিমালার অভাবে ট্রান্সফ্যাটজনিত হৃদরোগ ঝুঁকি বেড়েই চলেছে। বাংলাদেশে হৃদরোগ ঝুঁকি কমিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সব ধরনের ফ্যাট, তেল এবং খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাটের সর্বোচ্চ সীমা মোট ফ্যাটের ২ শতাংশ নির্ধারণ করে আইন প্রণয়ন এবং তা কার্যকর করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ সম্পর্কিত আরও পড়ুন