শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস দূর

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:১১

শীত কিংবা গরম সবসময়ই নাকের ডগায় জেগে ওঠে কালো ছোট ছোট স্পট। যা চেহারার ওপর মোটেও ভাল প্রভাব ফেলে না। এতে দেখতে খারাপ লাগে আর সেই সাথে এটিকে পুরোপুরি সরানোটাও অনেক কঠিন। কারো কারো ক্ষেত্রে প্রায় অসম্ভব। কিন্তু এখন তা দূর করা সহজ। যা ঘরে বসেই করা যায়। 

ঘরে এমন কিছু পণ্য আছে যেটা দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর সেটা হচ্ছে টুথপেস্ট। 

টুথপেস্ট আমাদের সবারই ঘরে থাকে, যা সাধারণত দাঁতের যত্নে ব্যবহার হয়। তবে মজার বিষয় হলো, এর ব্যাবহার শুধুই দাঁতের মাঝে সীমাবদ্ধ নয়। আমরা এই টুথপেস্ট ব্যাবহার করেই মুক্তি পেতে পারবো নাকের উপরে থাকা অবাঞ্ছিত দাগ থেকে।

আঙ্গুলের মাথায় একটু টুথপেস্ট এর সাথে এক চিমটি লবণ মিলিয়ে নিন। এরপর মিশ্রণটি নাকের ওপর ভাল করে মেখে আলতোভাবে কিছুক্ষণ ঘষলেই ধীরে ধীরে উঠে যাবে ব্ল্যাকহেডস। তবে একদিন পর পর করে টানা সাত দিন এই পদ্ধতি অনুসরণ করলেই ভাল ফল পাওয়া সম্ভব।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন