শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুন্দরবনে চলছে গোলপাতা আহরণ উৎসব

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৪

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের একমাত্র কূপে চলছে গোলপাতা আহরণ উত্সব। গত ৩১ জানুয়ারি থেকে পারমিট দেওয়া শুরু হয়েছে এবং আগামী ৩০ মার্চ পর্যন্ত গোলপাতা আহরণ চলবে।

বন বিভাগ জানায়, বছরের ডিসেম্বরে শুরু হয় গোলপাতা আহরণ মৌসুম। তবে এবার ভরা মৌসুমে বাওয়ালিদের বিএলসি (পারমিট) দেওয়ার ক্ষেত্রে কঠোর ছিল বন বিভাগ। সর্বশেষ প্রথম দফায় ১ লাখ মণ গোলপাতা কাটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খুলনা রেঞ্জের একটি কূপ থেকে আহরণের পারমিট দেয় বন বিভাগ। তার মধ্যে প্রথম দফায় বাওয়ালিরা গোলপাতা আহরণে ১৪৫টি বিএলসির অনুকূলে ৭০ হাজার ১২৮ মণ গোলপাতা সংগ্রহের পারমিট নিয়েছেন। 

কয়রার খুচরা গোলপাতা ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘এখন আর আগের মতো গোলপাতার চাহিদা নেই। বিক্রি কম হওয়ায় গেল বছরের গোলপাতা রয়ে গেছে অনেক খুচরা বিক্রেতার আড়তে।

বাওয়ালিদের দাবি, গোলপাতা আহরণে যে পরিমাণ টাকা লগ্নি করা লাগে সেই তুলনায় একেবারেই ব্যবসা নেই।’

বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন জানান, তিনি প্রতিটি স্টেশন ও কূপে নিয়মিত তদারকি করে বিএলসি (পারমিট) নবায়নের অনুমতি দিয়েছেন। পাশাপাশি কূপে নৌকার সঙ্গে মিল রেখে গোলপাতা কাটার নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন