বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনামণিদের আবদার মেটাতে

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০২:৩০

শিশুর পছন্দের খাবারের আবদার মেটাতে বাবা-মাকে হয়তো প্রায়ই ঘরের বাইরে বেরুতে হয়। যদি রেস্তোরাঁ কিংবা ফাস্টফুডের স্বাদের আয়োজন ঘরেই করা যায় তাহলে কেমন হয়! এমনই ৩ পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন

নাট চকলেট

উপকরণ: মেরি বিস্কুটের গুঁড়া দেড় কাপ, ১০টি চকলেট বিস্কুটের গুঁড়া, আইসিং সুগার ৩ টেবিল চামচ, ভাজা চিনাবাদাম আধা কাপ, মাখন ২ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ।

প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পলিথিন ব্যাগের ওপর চ্যাপ্টা করে বসিয়ে দিন। ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর চারকোনা করে কেটে ফেলুন। তৈরি হয়ে গেল বাদাম চকলেট।

মিল্ক শেক

উপকরণ: ১ গ্লাস তরল দুধ, পাকা কলা ১টি, চিনি পরিমাণমতো, বাদাম ১ টেবিল চামচ (ঐচ্ছিক)।

প্রণালি: একসঙ্গে সব উপকরণ ব্লেন্ড করে নিন। সুন্দর করে কার্টুন গ্লাসে ঢেলে দিন, যাতে আপনার শিশু আকৃষ্ট হয়।

বি.দ্র. এই মিল্ক শেকে ২টি চকলেট দিয়ে ব্লেন্ড করলে চকলেট মিল্ক শেক হবে। এক্ষেত্রে কলা দেওয়া লাগবে না।

ব্যানানা আইসক্রিম

উপকরণ: স্লাইস করা ৪টি সাগর কলা, কফি ১ টেবিল চামচ, পানি আধা কাপ, চিনি (প্রয়োজন হলে)।

প্রণালি: সব উপকরণ মিক্সড করে ব্লেন্ড করুন। কলা স্লাইস করে কেটে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। ব্যানানা আইসক্রিম তৈরি হয়ে গেল।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন