শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শখ যখন অন্দরবাগান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯

আজকাল শহুরে জীবনে সবুজের ছোঁয়া প্রায় নেই বললেই চলে। চোখ জুড়ে তৃষ্ণা লেগে থাকে একটু খানি সবুজের। তাইতো অন্দরসজ্জার আয়োজনে গাছের কদর সবচেয়ে বেশি। তবে আলো, জলের তারতম্যের কারণে অনেক নতুন গাছপ্রমিরাই বিপাকে পরে যায়। সাধের গাছগুলো বাঁচিয়ে রাখার যুদ্ধে পরাজিত হয়ে বাড়ি থেকে প্ল্যান্টের পাটই চুকিয়ে ফেলেন। তবে পরিচর্যার কিছু নিয়ম মেনে চললেই কিন্তু আপনার অন্দরে শোভা পাবে প্রিয় প্ল্যান্টগুলো। চলুন জেনে নেই-

শুরুতেই অনেক বেশি গাছ কিনে এলোমেলো অযত্নে অস্থির হয়ে উঠবেননা। শুরুতেই গাছ কেনার ক্ষেত্রে হোন সচেতন। তাহলেই যত্নে থাকবে আপনার অন্দরবাগান। শুরুতে সহজ গাছ বাছুন, মানিপ্ল্যান্ট, কয়েনপ্ল্যান্টের মত গাছগুলো বেছে নিন। এদের তেমন যত্ন প্রয়োজন হয়না।

পানি দিন প্রয়োজনমত। অতিরিক্ত যত্ন করতে গিয়ে গাছের ক্ষতি করবেন না নিজের অজান্তেই। জেনে নিন, আপনার কোন গাছটির কতটুকু পানি প্রয়োজন। সেই অনুযায়ী পানি দিন আপনার গাছগুলো ভালো থাকবে সেই সাথে ভালো রাখবে আপনার মনটাও।

গাছেদের খাদ্যচক্রে ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান আলো। গাছগুলো খোলামেলা আলো আছে এমন জায়গায় রাখুন। তাই বলে সরাসরি সূর্যের আলোর নিচে গাছ কখনোই রাখা যাবেনা এতে গাছের ক্ষতি হতে পারে।

নিয়মিত খেয়াল রাখুন আপনার গাছগুলোর। কখন কোন ডালটি ছেঁটে দিতে হবে খেয়াল রাখুন। কোনো গাছের ডগা, পাতা শুকিয়ে গেলে সেগুলি কাঁচি দিয়ে কেটে দিন। দেখবেন আস্তে আস্তে আপনার ঘরের শোভা বাড়াবে শখের প্ল্যান্টগুলো।

ইত্তেফাক/এআই

 

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন