মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুখের অবাঞ্ছিত লোম কমাবে ওটস স্ক্রাব

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৪৯

ত্বকের যত্নে কমবেশি সকলেরই নজর থাকে। নিজেকে চেহারাকে আকর্ষণীয় সুন্দর করে তুলতে নানা উপাদানে নানা উপায়ে রূপচর্চা কিন্তু চলতেই থাকে। কিন্তু এতকিছুর পরেও ত্বকে যদি হেয়ার গ্রোথ খুব বেশি হয়ে থাকে তবে কিন্তু সব আয়োজনই বৃথা। এই অবাঞ্ছিত লোম তুলতে পোহাতে হয় কষ্ট। অথচ নিয়মিত স্ক্রাব ব্যবহারেই কিন্তু পেতে পারেন এ সমস্যা থেকে মুক্তি। 

যা যা লাগবে

  • ওটস
  • মধু
  • লেবু

যেভাবে বানাবেন


প্রথমেই ভালোভাবে ওটস গুঁড়ো করে নিন। এক চা চামচ ওটস গুঁড়োর সাথে মিশিয়ে নিন এক চা চামচ মধু। সেই সাথে হালকা একটু লেবুর রস মিশিয়ে নিন। ব্যাস, ঝটপট তৈরি আপনার ফেসপ্যাক। এবারে মুখের অতিরিক্ত লোমযুক্ত স্থানগুলোতে যত্ন করে স্ক্রাবটি লাগিয়ে নিন। দশ থেকে পনের মিনিট রেখে ধুয়ে নিন।  নিয়মিত ব্যবহারে পাবেন কোমল লোমমুক্ত সুন্দর ত্বক।
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন