বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ২০২১
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সব ম্যাচের লাইভ স্কোর পাঠকরা পাচ্ছেন ইত্তেফাক অনলাইনে।
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৬:২৯, ১৮ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ১০.৪ মিনিট
- আগামী ২২ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সিরিজের দ্বিতীয় ম্যাচের ধারাবর্ণনা পাবেন ইত্তেফাক অনলাইনে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
- ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান।
- বড় পার্টানারশিপের অভাবকেই হারের মূল কারণ উল্লেখ করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ।
- অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
- জয় দিয়ে বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ শুরু বাংলাদেশের।
- অপরাজিত মুশফিকুর রহিম ১৯ (৩১) ও মাহমুদুল্লাহ রিয়াদ ৯ (১৬)।
- ৬ উইকেটের জয় পেলো বাংলাদেশ (১২৫/৪)।
- চার! রিভার সুইপ মুশফিকের।
- পঞ্চম বল রানশূন্য। কিন্তু নো বল। আম্পায়ার হাত ঘুরিয়ে ফ্রি হিটের সিদ্ধান্ত দিলেন।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বলে রান হলো না।
- দ্বিতীয় বল থেকে এলো ১ রান।
- প্রথম বল রানশূন্য।
- ৩৪তম ওভারে বোলিংয়ে বোনার।
- ষষ্ঠ বলে কোনও রান হলো না।
- পঞ্চম বল রানশূন্য।
- বাংলাদেশের জয়ের জন্য দরকার ৪ রান।
- চতুর্থ বল থেকেও এলো ১ রান।
- তৃতীয় বলে ১ রান।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বলে ১ রান।
- ৩৩ ওভারে বোলিংয়ে ম্যাকার্থি।
- ষষ্ঠ বল একরান।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বল একরান।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বল রানশূন্য।
- ৩২ ওভারে বোলিংয়ে বনার।
- স্কোর ১১৪/৪।
- ষষ্ঠ বল রানশূন্য।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বল একরান।
- ৩১ ওভারে বোলিংয়ে জেসন।
- বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১০ রান। হাতে ১২০ বল।
- ষষ্ঠ বল একরান।
- পঞ্চম বল একরান।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বল চার! রানের খাতা খুললেন মাহমুদুল্লাহ।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বল একরান।
- ৩০ ওভারে বোলিংয়ে বনার।
- ২৯ ওভারের সমাপ্তি। স্কোর ১০৬/৪।
- ষষ্ঠ বল একরান।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বল রানশূন্য।
- ক্রিজে মাহমুদুল্লাহ।
- ২৯ ওভার। বোলিংয়ে জেসন।
- ৪৩ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে সাকিব।
- ইনসাইড এজে বোল্ড সাকিব!
- ষষ্ঠ বল। উইকেট!
- পঞ্চম বল একরান।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বল একরান।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বল রানশূন্য।
- ২৮ ওভার। বোলিংয়ে হোসেন।
- স্কোর ১০১/৩।
- ষষ্ঠ বল একরান।
- পঞ্চম বল একরান।
- চতুর্থ বল একরান।
- তৃতীয় বল একরান।
- দ্বিতীয় বল একরান।
- প্রথম বল রানশূন্য।
- ২৭ ওভার। বোলিংয়ে জেসন।
- স্কোর ৯৮/৩।
- ষষ্ঠ বল একরান।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বল একরান।
- ২৬ ওভার বোলিংয়ে জেসন হোসেন আকিল।
- ২৫ ওভারে স্কোর ৯৫/৩।
- ষষ্ঠ বল একরান।
- পঞ্চম বল একরান।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বল একরান।
- ২৫ ওভার বোলিংয়ে জেসন।
- ২৪ ওভার শেষে স্কোর ৮৯/৩।
- ষষ্ঠ বল একরান।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বল একরান।
- তৃতীয় বল দুই রান।
- প্রথম ও দ্বিতীয় বলে একরান।
- ষষ্ঠ বল একরান। রানের খাতা খুললেন মুশফিক।
- ক্রিজে মুশফিক।
- ৬৯ বলে ৪৪ করে প্যাভিলিয়নে তামিম।
- আউট! পঞ্চম বলে স্ট্যাম্পিং তামিম।
- চতুর্থ বল একরান।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বল একরান।
- ২৩ ওভার বোলিংয়ে জেসন।
- ষষ্ঠ বল রানশূন্য। ২২ ওভারের সমাপ্তি। স্কোর ৮১/২।
- পঞ্চম বল একরান।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বল একরান।
- দ্বিতীয় বল একরান।
- প্রথম বল। মিস ফিল্ডিংয়ে চার।
- ২২ ওভারে বোলিংয়ে ম্যাকার্থি।
- ২১ ওভারে স্কোর ৭৪/২।
- দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ , পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য।
- প্রথম বল একরান।
- ২১ ওভারে বোলিংয়ে জেসন।
- ষষ্ঠ বল রানশূন্য। ২০ ওভারের সমাপ্তি। স্কোর ৭৩/২।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বল চার। তামিমের ব্যাটের কোনায় লেগে চার।
- দ্বিতীয় বল ২ রান। লেগবাই।
- প্রথম বল ২ রান।
- ২০ ওভারে বোলিংয়ে হোসেন আকিল।
- ষষ্ঠ বল রানশূন্য। ১৯ ওভারের সমাপ্তি। স্কোর ৬৪/২।
- পঞ্চম বল একরান।
- চতুর্থ ও পঞ্চম বল রানশূন্য।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বলে ৩ রান।
- ১৯ ওভারে বোলীংয়ে জেসন।
- যষ্ঠ বলে একরান। রানের খাতা খুললেন সাকিব।
- চতুর্থ ও পঞ্চম বল রানশূন্য।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- ১৮ ওভারে বোলিংয়ে হোসেন আকিল। প্রথম বলে একরান।
- স্কোর ৫৮/২।
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। ১৭ ওভারের সমাপ্তি।
- তৃতীয় ও চতুর্থ বল রানশূন্য।
- দ্বিতীয় বল রানশূন্য।
- প্রথম বলে একরান।
- নামলেন সাকিব।
- ১৭ ওভারের বোলিংয়ে ্জেসন।
- ১৬ ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৫৭/২।
- ক্যাচ আউট! আকিলের বলে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে শান্ত (১)।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বলে লেগ বাই ২ রান।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বলে শান্তর ব্যাট থেকে ১ রান।
- ১৬ ওভারে বল হাতে আকিল হোসেন। প্রথম বল রানশূন্য।
- ষষ্ঠ বলও রানশূন্য। ১৫ ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৫৩/১।
- পঞ্চম বল রানশূন্য।
- আবেদন নাকচ করে দিলেন থার্ড আম্পায়ার।
- তামিমের বিরুদ্ধে এলবিডাব্লিউয়ের আবেদন। রিভিয় নিলেন অধিনায়ক জেসন মোহাম্মদ।
- বাউন্ডারি! তৃতীয় বলে তামিমের চার।
- ওয়াইড বল।
- ১৫ ওভারে বল হাতে জোসেফ। প্রথম ও দ্বিতীয় বল রানশূন্য।
- ষষ্ঠ বল রানশূন্য। ১৪ ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৪৮/১।
- পঞ্চম বল রানশূন্য।
- ওয়াইড বল।
- তৃতীয় ও চতুর্থ বল রানশূন্য।
- ক্রিজে নাজমুল হোসেন শান্ত।
- বোল্ড! হোল্ডারের স্পিনে বিধ্বস্ত লিটন দাস ১৪ (৩৮)।
- ১৪ ওভারে বল হাতে হোল্ডার। প্রথম বল রানশূন্য।
- ষষ্ঠ বল রানশূন্য। ১৩ ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৪৭/০।
- পঞ্চম বলে লিটনের ১ রান।
- আবারও ওয়াইড বল।
- ওয়াইড বল।
- চতুর্থ বলে তামিমের ১ রান।
- তৃতীয় বলে লিটনের ১ রান।
- দ্বিতীয় বলে তামিমের ১ রান।
- ১৩ ওভারে বল হাতে জোসেফ। প্রথম বল রানশূন্য।
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। মেইডেন ওভার ১২ ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৪১/০।
- চতুর্থ বল রানশূন্য।
- ১২ ওভারে বল হাতে আকিল হোসেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বল রানশূন্য।
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। ১১ ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৪১/০।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বলে তামিমের ১ রান।
- দ্বিতীয় বল রানশূন্য।
- ১১ ওভারে বল হাতে জোসেফ। প্রথম বলে লেগ বাই ১ রান।।
- ষষ্ঠ বল রানশূন্য। দশম ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৩৯/০।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বলে তামিমের ১ রান।
- তৃতীয় বল রানশূন্য।
- দশম ওভারে বল হাতে আকিল হোসেন। প্রথম ও দ্বিতীয় বল রানশূন্য।
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। জোসেফের মেইডেন ওভার। নবম ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৩৮/০।
- তৃতীয় ও চতুর্থ বল রানশূন্য।
- নবম ওভারে বল হাতে জোসেফ। প্রথম ও দ্বিতীয় বল রানশূন্য।
- অষ্টম ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৩৮/০।
- চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য।
- তৃতীয় বলও রানশূন্য।
- প্রথম ও দ্বিতীয় বল রানশূন্য।
- অষ্টম ওভারে বল হাতে আকিল হোসেন।
- বাউন্ডারি! ষষ্ঠ বলে তামিমের চার। সপ্তম ওভারের সমাপ্তি।বাংলাদেশের সংগ্রহ ৩৭/০।
- চতুর্থ ও পঞ্চম বলও রানশূন্য।
- সপ্তম ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বল রানশূন্য।
- বাউন্ডারি! ষষ্ঠ বলে তামিমের চার। ষষ্ঠ ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৩৩/০।
- ষষ্ঠ বল নো-বল। ফ্রি-হিট।
- চতুর্থ ও পঞ্চম বল রানশূন্য।
- বাউন্ডারি! তৃতীয় বলে তামিমের চার।
- দ্বিতীয় বল রানশূন্য।
- ষষ্ঠ ওভারের শুরু। প্রথম বল রানশূন্য।
- ষষ্ঠ বল রানশূন্য। পঞ্চম ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ২৩/০।
- পঞ্চম বলে তামিমের ব্যাট থেকে ১ রান।
- দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বল রানশূন্য।
- পঞ্চম ওভারের প্রথম বলে লিটনের ব্যাট থেকে ১ রান।
- বাউন্ডারি! ষষ্ঠ বলে তামিমের চার। চতুর্থ ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ২১/০।
- ষষ্ঠ বল নো-বল। ফ্রিহিট
- চতুর্থ ও পঞ্চম বল রানশূন্য।
- বাউন্ডারি! তৃতীয় বলে তামিমের চার রান।
- দ্বিতীয় বলে লিটনের ১ রান।
- চতুর্থ ওভারের প্রথম বলে তামিমের ১ রান।
- ষষ্ঠ বলে তামিমের ১ রান। তৃতীয় ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ১০/০।
- পঞ্চম বল রানশূন্য।
- বাউন্ডারি! চতুর্থ বলে তামিমের চার।
- তৃতীয় ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বল রানশূন্য।
- বাউন্ডারি! ষষ্ঠ বলে লিটনের চার। দ্বিতীয় ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ৫/০।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বলে ১ রান তামিমের।
- দ্বিতীয় ওভারের শুরু। হোল্ডারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বল রানশূন্য।
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। মেইডেন ওভার। প্রথম ওভারের সমাপ্তি। বাংলাদেশের সংগ্রহ ০/০।
- চতুর্থ বল রানশূন্য।
- প্রথম ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বল রানশূন্য।
- বাংলাদেশের হয়ে ব্যাট হাতে নেমেছেন তামিম ইকবাল ও লিটন দাস। বল করছেন আলজারি জোসেফ।
- দ্বিতিয় ইনিংসের শুরু। ব্যাটিংয়ে বাংলাদেশ।
- বাংলাদেশের টার্গেট ১২৩ রান।
- ১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।
- সাকিব ৭ ওভার ২ বলে দিয়েছেন ৮ রান। তুলে নিয়েছেন ৪ উইকেট।
- উইকেট! সাকিবের চতুর্থ শিকার জোসেফ।
- ৩৩ ওভারে সাকিবের প্রথম বল রানশূন্য।
- ৩২ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২২/৯।
- তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য।
- উইকেট! হাসানের তৃতীয় শিকার আকিল হোসেন ১(৪)।
- দ্বিতীয় বল রানশূন্য।
- ৩২ ওভারের প্রথম বল হাসানের। রানশূন্য।
- ষষ্ঠ বল রানশূন্য। ৩১ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২১/৮।
- পঞ্চম বল রানশূন্য।
- ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২১/৮।
- ৫৬ বলে ৪০ রান করে ফিরেছেন মেয়ারস।
- উইকেট! মেহেদির বলে স্লিপে ক্যাচ দিলেন মেয়ারস।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বলে দুইরান।
- প্রথম বল রানশূন্য।
- ৩১ তম ওভারে মেহেদি।
- ৩০ ওভার শেষে ১১৯/৭।
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য।
- চতুর্থ বলে চার।
- তৃতীয় বল রানশূন্য
- ক্রিজে আলজারি জোসেফ। রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন।
- হাসানের হ্যাটট্রিক সুযোগ।
- গোল্ডেন ডাক রেইমন রাইফার।
- দ্বিতীয় বল উইকেট!
- হাসান মাহমুদের প্রথম ওয়ানডে উইকেট। ২৮ রানে (৩১ বল) ফিরে গেলেন পাওয়েল।
- ৩০ তম ওভারে মাহমুদ। প্রথম বল উইকেট!
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। ২৯ তম ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১৫/৫
- তৃতীয় ও চতুর্থ বল রানশূন্য।
- ২৯তম ওভারে মেহেদি। প্রথম বল রানশূন্য। দ্বিতীয় বলে একরান।
- ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১৪/৫।
- ষষ্ঠ বলে এক রান। ২৮ ওভারের সমাপ্তি।
- তৃতীয়, চতুর্থ ও পঞ্চল বল রানশূন্য।
- দ্বিতীয় বলে চার।
- পাওয়েল ও মেয়ারের ৫০ রানের পার্টনারশিপ।
- ২৮ ওভারের প্রথম বলে চার।
- ষষ্ঠ বল রানশূন্য। ২৭ ওভারের সমাপ্তি।
- পঞ্চম বলে ১ রান।
- তৃতীয় বলে পাওয়েলের চার।
- দ্বিতীয় বলে ১ রান।
- ২৭তম ওভারে সাকিব। প্রথম বল রানশূন্য।
- ২৬ ওভারের সমাপ্তি। ষষ্ঠ বল রানশূন্য।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বল রানশূন্য।
- ২৬ ওভারের দ্বিতিয় ও তৃতীয় বল রানশূন্য
- ছক্কা! মুস্তাফিজের প্রথম বলে ছয়
- ছক্কা! ষষ্ঠ বলে মেয়ারের বিশাল ছয়। ২৫ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯১/৫।
- পঞ্চম বলে মেয়ারের আরও দুই রান।
- বাউন্ডারি! চতুর্থ বলে মেয়ারের দুর্দান্ত শর্ট।
- তৃতীয় বলে পাওয়েলের ১ রান।
- দ্বিতীয় বল রানশূন্য।
- ২৫ ওভারে বোলিংয়ে ফিরেছেন রুবেল। প্রথম বল রানশূন্য।
- ষষ্ঠ বল রানশূন্য। ২৪ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৭/৫।
- চতুর্থ ও পঞ্চম বল রানশূন্য।
- তৃতীয় বলে মেয়ারের ১ রান।
- দ্বিতীয় বল রানশূন্য।
- ২৪ ওভারে বল হাতে মোস্তাফিজ। প্রথম বল রানশূন্য।
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। ২৩ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৫/৫।
- চতুর্থ বলে পাওয়েলের ১ রান।
- তৃতীয় বলে ১ রান।
- দ্বিতীয় বল রানশূন্য।
- ২৩ ওভারে বল হাতে সাকিব। প্রথম বলে মেয়ারের ১ রান।
- ছক্কা! মিরাজের শেষ বলে পাওয়েলের বিশাল ছয়। ২২ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭১/৫।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বলে পাওয়েলের বাউন্ডারি!
- তৃতীয় বলে মেয়ারের ১ রান।
- দ্বিতীয় বল রানশূন্য।
- ২২ ওভারের প্রথম বল মিরাজের। ১ রান।
- সাকিবের মেইডেন ওভার। ২১ ওভারের সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৯/৫।
- ২১ ওভারের প্রথম বল সাকিবের।
- চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। ২০ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৯/৫।
- দ্বিতীয় বল রানশূন্য। তৃতীয় বল থেকে ১ রান নিলেন মেয়ার।
- ২০ ওভারের প্রথম বল মিরাজের। ১ রান নিলেন পাওয়েল।
- সাকিব পাঁচ ওভারে দিয়েছেন ৫ রান, নিয়েছেন ৩ উইকেট।
- সাকিবের পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। ১৯ ওভার শেষ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৬/৫।
- ক্রিজে এসেছেন রভম্যান পাওয়েল।
- সাকিবের তৃতীয় শিকার বোনার ০ (২)। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৬/৫।
- রিভিউতে থার্ড আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত বহাল রাখলেন। ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেটের পতন।
- উইকেট! সাকিবের বলে একবিডব্লিউ হলেন বোনার। রিভিউ নিয়েছেন তিনি।
- দ্বিতীয় বলে ক্যাচের সম্ভাবনা। বল তালুবন্দি করতে পারেননি তামিম।
- ১৯ ওভারের সাকিবের প্রথম বল। রানশূন্য।
- মিরাজের মেইডেন ওভার। ১৮ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৬/৪।
- দ্বিতীয় ও তৃতীয় বল রানশূন্য।
- ১৮ ওভারে বল হাতে মিরাজ। প্রথম বল রানশূন্য।
- ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৬/৪।
- উইকেট! সাকিবের দ্বিতীয় শিকার জেসন ১৭(৩৬)।
- পঞ্চম বলে স্ট্যাম্পিং-এর আবেদন মুশফিকের।
- চতুর্থ বল রানশূন্য।
- তৃতীয় বলে মেয়ার্সের ১ রান।
- দ্বিতীয় বলও রানশূন্য।
- ১৭ ওভারের প্রথম বল সাকিবের। রানশূন্য।
- ষষ্ঠ বলে ১ রান। ১৬ ওভারের শেষ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৫/৩।
- চতুর্থ ও পঞ্চম বল রানশূন্য।
- তৃতীয় বলও রানশূন্য।
- দ্বিতীয় বলে মেয়ারের ১ রান।
- ১৬ ওভারে বল হাতে মিরাজ। প্রথম বল রানশূন্য।
- ষষ্ঠ বলও রানশূন্য। ১৫ ওভারের শেষ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫২/৩
- দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বল রানশূন্য।
- ১৫ ওভারের প্রথম বল সাকিবের। ১ রান মেয়ারের।
- ষষ্ঠ বলে রানশূন্য। ১৪ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫১/৩।
- পঞ্চম বলে মেয়ারের ১ রান।
- চতুর্থ বলে মেয়ারের বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫০/৩।
- তৃতীয় বল রানশূন্য।
- দ্বিতীয় বলে জেসনের ১ রান।
- হাসানের তৃতীয় ওভার। প্রথম বল রানশূন্য।
- রানশুন্য পঞ্চম ও ষষ্ঠ বল। ১৩ ওভার শেষ।
- উইকেট! সাকিবের বলে বোল্ড ম্যাকার্থি ১৩ (৩৪)।ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৫/৩।
- দ্বিতীয় বলে জেসনের ১ রান।
- বল হাতে সাকিব। প্রথম বল রানশূন্য।
- ষষ্ঠ বল রানশূন্য। দ্বাদশ ওভার শেষ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৪/২।
- পঞ্চম বল রানশূন্য।
- চতুর্থ বলে ১ রান জেসনের।
- তৃতীয় বলে জেসনের ২ রান।
- দ্বিতীয় বল রানশূন্য।
- হাসানের প্রথম বলে ১ রান।
- পঞ্চম ও ষষ্ঠ বল রানশূন্য। একাদশ ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪০/২।
- চতুর্থ বল থেকে ১ রান নিলেন ম্যাকার্থি।
- দ্বিতীয় ও তৃতীয় বল রানশূন্য।
- নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বল করলেন সাকিব আল হাসান। ১ রান নিলেন জেসন।
- রানশূণ্য ষষ্ঠ বল। দশম ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৮/২।
- হাসানের প্নচম বল ব্যাটে লাগাতে পারেননি ম্যাকার্থি। বল উইকেট কিপারের হাতে।
- চতুর্থ বল ছেড়ে দিলেন ম্যাকার্থি।
- তৃতীয় বল থেকে জেসনের তিন রান।
- দ্বিতীয় বল থেকে ম্যাকার্তির এক রান।
- ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বল করলেন হাসান মাহমুদ। কোনো রান এলো না।
- শেষ বল রানশূণ্য। নবম ওভারের সমাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৪/২।
- পঞ্চম বলেও কোনো রান আসেনি।
- তৃতীয় ও চতুর্থ বল থেকে কোনো রান এলো না।
- দ্বিতীয় বল থেকে কোনো রান এলো না।
- রুবেলের প্রথম বলে এক রান দিলেন।
- শেষ বলে দুই রান। অষ্টম ওভার শেষ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩১/২।
- চতুর্থ বলে কোনো রান দেননি মোস্তাফিজ।
- চতুর্থ বল ওয়াইড।
- তৃতীয় বলে ১ রান দিলেন।
- ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের জোরালো আবেদন।
- মোস্তাফিজের প্রথম বলে ১ রান দিলেন।
- ষষ্ঠ বলে কোনো রান হয়নি। সুপ্তম ওভারের শেষ।
- পঞ্চম বলে কোনো রান হয়নি।
- চতুর্থ বলে কোনো রান হয়নি।
- তৃতীয় বলে এক রান।
- দ্বিতীয় বলে কোনো রান হয়নি।
- প্রথম বলে কোনো রান হয়নি।
- ষষ্ঠ ওভার শেষ। মোস্তাফিজের তৃতীয় ওভারের শেষ বল থেকে রান পেলেন না জেসন। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৫/২।
- চতুর্থ বলে জেসনের ব্যাট থেকে এলো এক রান।
- ক্রিজে এলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ। ওভারের তৃতীয় বলে কোনও রান নিতে পারলেন না। তিনি।
- উইকেট! মোস্তাফিজের বলে দুর্দান্ত ক্যাচ ধরলেন লিটন দাস। প্যাভিলিয়নের পথে সিলভা ৯(১৩)।
- ষষ্ঠ ওভারের প্রথম বল। মোস্তাফিজের বলে রান নিতে পারলেন না সিলভা।
- পঞ্চম ওভার শেষ। রুবেলের তৃতীয় ওভারের ষষ্ঠ বল থেকে রান এলো না। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৪/১।
- পঞ্চম বলে ম্যাকার্থি রান পেলেন না।
- চতুর্থ বলে এক রান নিলেন সিলভা।
- দ্বিতীয় ও তৃতীয় বল থেকে রান এলো না।
- চার! পঞ্চম ওভারের শুরুতে রুবেলের বলে চার মারলেন সিলভা।
- চতুর্থ ওভার শেষ। এ ওভারের ষষ্ঠ বল থেকে রান এলো না।
- চার! ওভারের পঞ্চম বল ম্যাকার্থি ব্যাটে না লাগাতে পারলেও উইকেটের পেছন দিয়ে বাউন্ডারি হলো।
- মোস্তাফিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বল থেকে রান আসেনি।
- আবার মাঠে নেমেছেন দুই দলের খেলোয়াড়রা।
- খেলা শুরু হওয়া মাত্র আমরা আবার লাইভে ফিরে আসবো।
- বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। ৩.৪ ওভার থেকে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫/১।
- চতুর্থ ওভারের তৃতীয় বল ম্যাককার্থির ব্যাটে লেগে শূন্যে উঠলেও পড়লো নো ম্যান’স ল্যান্ডে। এক রান।
- মোস্তাফিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বল থেকে কোনও রান এলো না।
- ম্যাচের তৃতীয় ওভার শেষ। রুবেলের দ্বিতীয় ওভারের ষষ্ঠ বল থেকে রান পেলেন না সিলভা।
- পঞ্চম বল থেকে দুই রান নিলেন সিলভা।
- চতুর্থ বলে ম্যাকার্থির ব্যাট থেকে এলো এক রান।
- তৃতীয় বল না খেলে ছেড়ে দিলেন ম্যাকার্থি।
- রুবেলের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল। কোনও রান হলো না।
- তৃতীয় ওভারের প্রথম বল। না খেলে ছেড়ে দিলেন ম্যাকার্থি। বল উইকেট কিপারের গ্লাভসে।
- দ্বিতীয় ওভার শেষ। মোস্তাফিজের প্রথম ওভারের ষষ্ঠ বল থেকে কোনও রান এলো না।
- মোস্তাফিজের পঞ্চম বল। ব্যাটে লাগলেও রান পেলেন না সিলভা।
- দ্বিতীয় ওভারের চতুর্থ বল থেকে এক রান নিলেন ম্যাকার্থি।
- ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের তিন নম্বরে এসেছেন আন্দ্রে ম্যাকার্থি। মোস্তাফিজের তৃতীয় বল থেকে কোনও রান পেলেন না তিনি।
- রিভিউতে থার্ড আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত বহাল রাখলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন।
- উইকেট! মোস্তাফিজের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হলেন সুনীল আমব্রিস ৭ (৫)। রিভিউ নিয়েছেন তিনি।
- দ্বিতীয় ওভার করছেন মোস্তাফিজুর রহমান। তার প্রথম বল থেকে সিলভা এক রান নিলেন।
- ছক্কা! রুবেলের প্রথম ওভারের শেষ বলে ছক্কা মারলেন আমব্রিস।
- পঞ্চম বল থেকে কোনও রান এলো না।
- চতুর্থ বলে সিলভার ব্যাট থেকে এলো এক রান।
- রুবেলের তৃতীয় বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন আরেক ওপেনার জোশুয়া ডা সিলভা।
- দ্বিতীয় বল থেকে এক রান নিলেন আমব্রিস।
- মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম বল করলেন রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার সুনীল আম্ব্রিস পরাস্ত করে বল গেলো উইকেট কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে।
- ১০ মাস ১০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা।
- টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।