শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যথাযোগ্য মর্যাদায় জেপির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০২:২৯

গতকাল যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি-জেপি।

এ উপলক্ষ্যে গতকাল সকাল ৬টা ১৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় জেপির পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতা ও কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, সৈয়দ সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, জাহাঙ্গীর আলম প্রধান, আমিনুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়া খান, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, জাতীয় যুব সংহতির সভাপতি এনামুল ইসলাম রুবেল প্রমুখ। এছাড়াও গতকাল স্থানীয় নেতৃবৃন্দ জাতির পিতার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

আরও পড়ুন: শ্রদ্ধা ভালোবাসায় জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে স্মরণ

জেপির সব জেলা শাখাগুলোতেও কেন্দ্রের অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি

ইত্তেফাক/এসি