শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ট্যাক্সেশন-কাস্টমস এন্ড ভ্যাট এসোসিয়েশনের দোয়া মাহফিল

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:৫৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশন এবং বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮মার্চ) রাজধানীর স্কাই সিটি ব্যাংকুয়েট হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সভাপতিত্ব করেন বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশনের সভাপতি ও  জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মো. আমিনুর রহমান।  

এসময় বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ডেস্ক ক্যালেন্ডার উন্মোচন  করা হয়। বক্তারা বলেন, ‘জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ হতো না। জাতীয় রাজস্ব বোর্ড বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে।’

আরো পড়ুন: ‘নারী গণিত অলিম্পিয়াডে’ প্রথম হওয়া স্বর্ণার গল্প

এতে আরো উপস্থিত ছিলেন-বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশনের সভাপতি ও কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী, মহাসচিব  মোহাম্মদ  ফজলে আহাদ কায়সার, যুগ্ম কর কমিশনার ও বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুশফিকুর রহমান। 

ইত্তেফাক/এএএম