শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বুলবুল’ মোকাবিলায় জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০২:৪০

ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবিলায় জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলাসহ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণদের অনুকূলে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হয়েছে। এমতাবস্থায় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় নিন্মোক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকগণদের বলা হলো,

১। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীদের যেন কোন সমস্যা না হয় সেদিকে তদারকি জোরদার করা। 
২। জনগণের চলাচলের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করার জন্য নিজ নিজ অধিক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 
৩। পানি বাহিত রোগ থেকে মুক্ত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 
৪। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছানো এবং বণ্টন নিশ্চিত করা।
৫। জেলা পর্যায়ে কর্মকর্তাদের দিয়ে মনিটরিং টিম গঠন করে ত্রাণ বিতরণ সুনিশ্চিত করা।
৬। প্রতিটি উপযুক্ত ক্ষতিগ্রস্ত নাগরিক যেন বিধি-মোতাবেক দ্রুত মানবিক সহায়তা পায় এবং কেউ যেন মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হয় (leaving no one behind) বিষয়টি নিশ্চিত করা।
৭। প্রতিটি ক্ষেত্রে দ্রুত সাড়া (response) প্রদান করা। 
৮। মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে  বিতরণ স্থলের কমপক্ষে ৫ টি ছবি  (হার্ড ও সফট কপি) নিয়মিত মন্ত্রণালয়ে প্রেরণ করা। 
৯। নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা এবং প্রেস ব্রিফিং করা।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১২০ কি.মি. গতিতে ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল।

ইত্তেফাক/জেডএইডি