বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীচতলায় আগুন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০০:২৭

রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাতে আগুনের সূত্রপাত ঘটে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান ইত্তেফাক অনলাইনকে জানান, বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় বাজেট কক্ষে আগুন লাগে। সেখানে কম্পিউটার ও প্রিন্টার ছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন: রাজশাহীতে টেন্ডার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।

ইত্তেফাক/এমআরএম