শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রথম আয়কর মেলায় কর দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:২৯

আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।  এই প্রথমবারের মেলায় আয়কর রিটার্ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তার পক্ষে রিটার্ন জমা দেন সিদ্দিক হোসেন চৌধুরী।  এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক যোগাযোগমন্ত্রী ( সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী)  সৈয়দ আবুল হোসেনও তাদের আয়কর রিটার্ন হমা দেন।

আরো পড়ুন : প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট বাংলাদেশ

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কিছু স্তর থেকে বলা হচ্ছে, একবার কর দিলে আর বের হতে পারবেন না। এটি ঠিক নয়। এখন থেকে কোন অনিয়ম হবে না।

 

অর্থমন্ত্রী এবার কর দিয়েছেন ৯১ কোটি টাকা। তিনিসহ  তার পরিবারের ৪ সদস্য কর দিয়েছেন ৭ কোটি ৭৮ লাখ টাকা। সৈয়দ আবুল হোসেন এবার কর দিয়েছেন ২৫ কোটি টাকার কিছু বেশি। অবশ্য প্রধানমন্ত্রীর করের পরিমাণ জানাতে চান নি এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া।

 

 

 

 

ইত্তেফাক/ইউবি