শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ সমৃদ্ধির পথে: কাদের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:১৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নতি ও সমৃদ্ধির পথে আছে। শেখ হাসিনার হাত ধরেই সমুদ্র বিজয় হয়েছে, সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। দেশে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা চলবে।’ 

মঙ্গলবার (৩ডিসেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বাংলাদেশ নেতা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। কর্মী উৎপাদন কমে গেছে। আগে দলে কর্মীর সংখ্যা বেশি ছিল, এখন সময় পাল্টে গেছে। এখন নেতার সংখ্যা বেশি হয়ে গেছে। যে সকল নেতারা নিয়োগ বাণিজ্য করে তারাই কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজা প্রমুখ। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য।

সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশের যা কিছু অর্জন হয়েছে তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। শেখ হাসিনার হাতে ক্ষমতা মানেরই বাংলাদেশের উন্নয়ন।’

বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে দেশের গণমানুষের দল, বঙ্গবন্ধুর দল। এ দলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়না। এ দেশের মানুষ আর তারেক রহমানের হাওয়া ভবন, জঙ্গি, সন্ত্রাসী রাষ্ট্র দেখতে চায়না। তিনি বলেন, বাংলাদেশের কোন জনগণ খালেদা জিয়ার মত কোন দুর্নীতিবাজকে জেল থেকে বের করতে আন্দোলন করবে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘বেগম জিয়ার মুক্তি কেবলমাত্র আদালতের মধ্য দিয়ে হতে পারে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে জ্বালাও পোড়াও এর মাধ্যমে হবে না।’ 

মাশরাফি বিন মোর্তুজা বলেন, ‘আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। কেউ যদি তার কথার বাহিরে যাই তাহলে তাকে সকলে প্রত্যাখ্যান করবেন। শেখ হাসিনার হাত ধরেই দেশ সমৃদ্ধ এবং উন্নত হবে।’ 

দ্বিতীয় অধিবেশন শেষে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং নিজামউদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক করে  নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

ইত্তেফাক/এএএম