শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১০ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উদ্বোধন করবেন উদ্বোধনের মাধ্যমে ক্ষনগণনা একযোগে প্রতিটি জেলা, উপজেলা এবং সারাদেশে সমস্ত জনসমাগম স্থলে শুরু হবে

 

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু সদ্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডে (পুরাতন বিমানবন্দর) অবতরণ করেছিলেন

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী . কামাল আবদুল নাসের চৌধুরী আজ শনিবার মানিক মিয়া অ্যাভিনিউ- জাতীয় সংসদের সামনে বিশাল একটি ক্ষণগণনা ডিভাইস স্থাপন পরিদর্শনকালে কথা জানান

 

মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শন করার পরে, তারা ক্ষণগণনা ডিভাইস স্থাপনের জন্য জায়গা বাছাই করতে হাতিরঝিল এবং উত্তরা অঞ্চলও পরিদর্শন করেন

আরো পড়ুন : জনগণের দোরগড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দিতে হবে :  অর্থমন্ত্রী

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ক্ষণগণনা উদ্বোধন করবেন

 

ডিএনসিসি জাতীয় সংসদ, হাতিরঝিল এবং উত্তরা এলাকায় ক্ষণগণনার ডিভাইস স্থাপন করবে  প্রয়োজনে সিটি করপোরেশন আরও বেশি ডিভাইসও স্থাপন করবে

 

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ক্ষণগণনার জন্য একটি বড় ডিভাইস জাতীয় সংসদের সামনে স্থাপন করা হবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে সকল তথ্য পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হবে যাতে জনগণ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান সংগ্রহ করতে পারে

 

তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন দিল্লী হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসার ঐতিহাসিক দিন ১০ জানুয়ারি থেকে আমরা ক্ষণগণনা শুরু করব পুরো জাতি ঐতিহাসিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছে এবং তাই প্রত্যেকেই মুজিব বর্ষ সফলভাবে উদযাপনের জন্য কাজ করছে বাসস

 

ইত্তেফাক/ইউবি