মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশ-ভারত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:৪০

বাংলাদেশ-ভারত সীমান্তে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পর নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংককে পাঠানো নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে-ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে।

ইত্তেফাক/জেডএইচ