মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য ১৬ লক্ষ টাকা ব্যয়ে ঘর নির্মাণ’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯

প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য ১৬ লক্ষ টাকা ব্যয়ে একটি করে ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ২ হাজার তিন’শ কোটি টাকা বরাদ্দ করেছে।’ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জের নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগে যারা বিসিএস পরীক্ষা দিতো, এখন সেই নিয়ম আর থাকবে না। বর্তমানে পরীক্ষায় ১৯৪৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ইতিহাসের ওপর ৫০ নম্বর এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর লিখিত পরীক্ষায় ৫০ নম্বর থাকবে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন,‘ রাজাকারদের তালিকায় ভুল হয়েছে। আর যেন ভুল না হয়, সেজন্য পুনরায় রাজাকারদের তালিকা করা হবে।’

আরও পড়ুন: জেএসসি-জেডিসিতে বেড়েছে পাসের হার

নিকলী-বাজিতপুর (কিশোরগঞ্জ-৫) আসনের এমপি মো. আলহাজ্ব আফজাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. আসাদুল্লা, নিকলী উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. আবু বাক্কার ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক বাচ্ছু ও বীর মুক্তিযোদ্ধা মো. হামিদ প্রমুখ।

ইত্তেফাক/এএএম