মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:১২

২০১৯ সালে ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। এই মাইলফলক স্পর্শ করায় মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে তিন মুক্তিযোদ্ধার হাতে ভিসা তুলে দেন ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

হাই কমিশনার বলেন, আগে ভিসা পেতে অনেক ধরনের বাধা ছিল। এখন সেটা নেই। ফলে ভারতে আসা-যাওয়া বেড়েছে। এটাকে আমরা স্বাগত জানাচ্ছি।

ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ভারত যাওয়া বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুবই খুশি যে, আজকাল আমাদেরকে ভিসা নিয়ে কথা বলতেই হয় না। ভিসা এত সহজে ইস্যু হয়। আমরা চাইব, লোকেরা আরও বড় সংখ্যায় ভারতে যাক। এখন লোকে সিকিম দেখতে যায় প্রচুর। বরফ দেখতে হলে সিকিমই সবচেয়ে কাছের।

হাই কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে ৬৫ দশমিক ৬১ শতাংশ। 

এর আগে ২০১৮ সালে ১৪ লাখ ৫০ হাজার এবং ২০১৭ সালে ১৩ লাখ ৮০ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছিল ভারত। যা ২০১৯ সালে এসে  ১৫ লাখ দাঁড়িয়েছে।

ইত্তেফাক/জেডএইচ