শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বানরের জন্য অর্থ চাইলেন শাজাহান খান

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:০৮

বানরের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও প্রকল্প চাইলেন সরকারি দলের সংসদ সদস্য শাজাহান খান। সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় এই দাবি করেন তিনি। 

এ জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীনের দৃষ্টি আকর্ষণ করেন সাবেক এই নৌমন্ত্রী। 

শাজাহান খান বলেন, মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া বন্দর পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ। এখান থেকে হাজার হাজার মন পাট ভারতে রফতানি হতো। জনশ্রুতি আছে ভারতের তুলারাম বসুরাজ শখের বসে দুটি বানর এখানে এনেছিলেন। সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর তুলারাম গোডাউন আদমজী পাটকলের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সেখানকার একজন কর্মকর্তা বানরগুলোকে খাবার দিতেন। কিন্তু ১৯৯১ সালে বিএনপি ওই গোডাউন বিক্রি করে দিলে বানরদের খাবার বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ১৯৯৮ সালে এসে আওয়ামী লীগ সরকার বানরগুলোর জন্য খাবার ব্যবস্থা করেছিল। বর্তমানে সরবরাহ না থাকায় বানররা রাস্তায় মানুষের খাবার ছিনিয়ে নিচ্ছে, দোকান থেকে খাবার ছিনিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে খাবার ছিনিয়ে নেয়। বানরগুলোকে রক্ষায় তাদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প নেওয়া জরুরি।

ইত্তেফাক/জেডএইচ