মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নোভেল করোনাভাইরাসে আক্রান্ত নন বস্ত্র ও পাট মন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩

নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হননি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তবে করোনাভাইরাসের সাতটি ধরনের মধ্যে ২২৯-ই নামে এক ধরনের ভাইরাসে তিনি আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। তিনি বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

বিএসএমএমইউ উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি ইত্তেফাককে বলেন, ‘নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হননি তিনি (গোলাম দস্তগীর)। কিন্তু তার অন্য ইনফেকশন রয়েছে। এ বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল থেকে একটি গুজব খবর ভাসতে থাকে কোনো এক মন্ত্রী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া আলোচনা গুজবে পরিণত হবার আগেই মেডিকেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছেন নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ এখনো বাংলাদেশে প্রবেশ করেনি।

ইত্তেফাক/আরএ