বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আজ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০১:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল রাতে একথা জানান।

তিনি বলেন,‘আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। যার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ সংযুক্ত থাকবেন।’

আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাণঘাতী এই ভাইরাসে দেশে আরো তিন জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জনকে সংক্রমিত হয়েছে। এতে এ পর্যন্ত ১২ জনের প্রাণহানি ঘটেছে।’

ফ্লোরা আরো বলেন, ‘আরো ৩৫ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় দেশে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জন। এরমধ্যে ঢাকায় ৬৪ জন, ২৩ জন নারায়ণগঞ্জে,১১ জন মাদারিপুরে এবং ৫ জন গাইবান্ধার বাসিন্দা রয়েছেন।

ইত্তেফাক/এমআর