শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৮০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এছাড়া নির্বাচন নিয়ে তিনি (সিইসি) পুরোপুরি সন্তুষ্ট বলেও জানান। 

কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা অতৃপ্ত নই। পুরো কমিশনই সন্তুষ্ট। কমিশনের কেউ অসন্তুষ্ট এমনটি কেউই আমাকে বলেননি।’ 

তিনি বলেন, এবারের নির্বাচনে ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ফল স্থগিত রাখা হয়েছে। 

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন বাতিলের দাবির বিষয়ে সিইসি বলেন, ‘অনিয়মের অভিযোগ সম্পূর্ণ অসত্য কথা। নতুনভাবে নির্বাচন করার কোনও সুযোগ নাই।’

উল্লেখ্য, উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর (রবিবার) একাদশ জাতীয় সংদদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট (২৮৮ আসন) নিরঙ্কুশ জয় পায়।

আরও পড়ুন: ঐক্যফ্রন্টকে রায় মেনে নেওয়ার আহ্বান আওয়ামী লীগের

ইত্তেফাক/এমআই