বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু

আপডেট : ২২ মে ২০২০, ২০:৪১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব ও কৃষিবিদ তৌফিকুল আলম মারা গেছেন।

 

শুক্রবার সকাল ১০টায় ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

বিসিএস ৮৬ ব্যাচের অতিরিক্ত সচিব হিসেবে অবসরোত্তর ছুটিতে যাওয়া কৃষিবিদ তৌফিকুল আলমের বয়স হয়েছিল ৫৯ বছর। তথ্য কমিশনের সচিব হিসেবে দায়িত্বপালন শেষে অবসর ছুটিতে ছিলেন তিনি। 

আরো পড়ুন : আম্ফানের পর আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর তিনি এপ্রিলের প্রথমে ঢামেক করোনা ইউনিটে ভর্তি হন। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।


ইত্তেফাক/ইউবি