শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ২২তম

আপডেট : ২৯ মে ২০২০, ০৮:৩১

বিশ্বে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাংলাদেশেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটারে দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান এখন ২২তম। দক্ষিণ এশিয়ায় সংক্রমণ শনাক্তের দিক থেকে ভারত ও পাকিস্তানের পরই অবস্থান বাংলাদেশের।

পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৪৯ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৩ লাখ ৭৯ হাজার। শীর্ষ দশে রয়েছে যথাক্রমে—স্পেন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, ভারত এবং তুরস্ক।

২২তম অবস্থানে থাকা বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বলা হয়েছে ৪০ হাজার ৩২১ জন। আর ভারতে আক্রান্ত ১ লাখ ৬০ হাজার এবং পাকিস্তানে আক্রান্ত ৬১ হাজার।

ইত্তেফাক/এমআর