শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

আপডেট : ২৯ জুন ২০২০, ১০:১৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান অর্থমন্ত্রী।

উল্লেখ্য, আজ (সোমবার)  আনুমানিক সকাল  ৭.৪৫ টার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় লায়লা আরজুমান্দ বানু মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনা ভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে  ১৩ জুন  মন্ত্রী এবং মন্ত্রীর  স্ত্রী লায়লা আরজুমান্দ বানু  সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেও  লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে  চিকিৎসাধীন ছিলেন।

ইত্তেফাক/বিএএফ