শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা মোকাবেলায় আরও ৪ হাজার নার্স নিয়োগের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ৩০ জুন ২০২০, ১০:২১

করোনা সংকট মোকাবেলা ও সারাদেশে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আরও চার হাজার নার্স নিয়োগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদে ২০২০-২১ সালের অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে এমন নির্দেশনার কথা জানান তিনি।

তিনি বলেন, করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য খাতে তিন হাজার টেকনিশিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে। তাদের নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। সোমবার বিএনএ'র সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বিএনএ জানায়, নার্সিং সার্ভিস, নার্সিং শিক্ষা ও প্রশাসনসহ সকল ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন সাধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সরকারি পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক পদ সৃজন ও নার্স নিয়োগ প্রদান করেছেন। অতি সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা ত্বরান্বিত করতে পাঁচ হাজার ৫৪ জনসহ মোট ২৬ হাজার নার্সকে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ করেন, যা বাংলাদেশের ইতিহাসে নজির হয়ে থাকবে।

সেই সঙ্গে সারাদেশে নার্সদের ঘাটতি বিবেচনা করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় সংসদে জরুরী ভিত্তিতে আরো চার হাজার নার্স নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণায় আমরা আনন্দিত, ধন্য ও গর্বিত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপনকে।

বিজ্ঞপ্তিতে বিএনএ নের্তৃবৃন্দ আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নানান প্রতিকূলতা স্বত্বেও নার্সগণ জীবনের ঝুঁকি নিয়েও কোভিড ডেডিকেটেট সেন্টারগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। সেখানে কর্মরত নার্সদের সার্বিক ব্যবস্থাপনার সার্বক্ষণিক খোঁজ খবর রাখার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

ইত্তেফাক/জেডএইচডি