শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুস্থের সংখ্যা লাখের কাছাকাছি

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৪:১৮

করোনা ভাইরাসে আক্রান্তদের এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৫২ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৯১ জন। রবিবারের চেয়ে গতকাল আট জন কম মৃত্যুবরণ করেছেন। রবিবার ৪৭ জন মারা যান। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২১ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ বেশি। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫০ দশমিক ৯৩ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার ১ দশমিক ৬৮ শতাংশ বেশি।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবারের চেয়ে গতকাল ৪৩৩ জন বেশি শনাক্ত হয়েছেন। রবিবার ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৬৬৬ জন। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৪ দশমিক ১১ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার শূন্য দশমিক ৮৪ শতাংশ বেশি। ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৫৮ জনের।

আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ২১০ জনের। রবিবারের চেয়ে গতকাল ১ হাজার ১৪৮টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৭৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪২৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৩৬৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

ইত্তেফাক/এসআই