বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ‘চাঁদাবাজি’, ওসিসহ পুলিশের ছয়জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:৫৯

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ‘চাঁদাবাজি’র অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসিসহ পুলিশের ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

সোমবার ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের কাছে মামলা দায়েরের আবেদন করেন ব্যবসায়ী মো. সোহেল।

আসামিরা হলেন- কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, এসআই পবিত্র সরকার, খালেদ শেখ ও মো. শাহিনুর। কনস্টেবল মো. মিজান এবং সোর্স মোতালেব।

অভিযোগ তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এএসপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করতে বলা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী সোহেলকে ২ আগস্ট কোতোয়ালি থানা এলাকার ওয়াইজঘাটে আসামিরা গতিরোধ করেন। এরপর আসামিরা তার দেহ তল্লাশি করে পকেটে থাকা দুই হাজার ৯০০ টাকা নিয়ে যান। 

টাকা ফেরত চাইলে জেএমবি বানিয়ে ক্রসফায়ারের হুমকি দেন আসামিরা এবং তার পকেটে ২১৪ পিস ইয়াবা দিয়ে থানা হাজতে নিয়ে যান।

এরপর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা সেখানে গেলে আসামিরা তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ওসি তাদের টাকার ব্যবস্থা করতে বলেন। না হলে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সোহেলের পরিবারের সদস্যরা রাতেই দুই লাখ টাকা দেন। এরপর বাদীকে নন-এফআইআর করে আদালতে চালান করে ‍আসামিরা।

আবার আসামিরা তাকে জামিন করিয়ে আনে। হাজত থেকে বাদী বের হওয়ার পর ঘটনা প্রকাশ করলে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচ