শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সারাদেশে ১২ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার পণ্যবাহী যানবাহনের ধর্মঘট

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৬

৯ দফা দাবিতে আগামী ১২ অক্টোবর সারাদেশে ৪৮ ঘণ্টা  ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এ সময় পণ্যবাহী সব ধরণের যানবাহন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। 

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সকল পণ্য পরিবহন যানবাহন (ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, প্রাইমমুভার, লং ভ্যাহিক্যাল , পিকআপ)  বন্ধ থাকবে।  

৯ দফা দাবির মধ্যে রয়েছে গত ২৬ আগস্ট বিআইডব্লিউটি কর্তৃক গাবতলী এলাকায় বিনা নোটিশে অভিযান চালিয়ে ১৭টি ট্রাক ও ড্রাম-ট্রাক ভাংচুর, চারটি মালামালসহ ট্রাক নিলামে করায় ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের মহাসড়কের পাশে এবং জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ করতে হবে। টঙ্গি ট্রাক কাভার্ডভ্যান টার্মিনাল স্থায়ী করতে হবে। যাত্রাবাড়ী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারাদেশে স্থায়ী টার্মিনাল নির্মাণ করতে হবে। দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে তদন্ত ব্যতিরেকে ৩০২ ধারায় মামলা দায়ের বন্ধ করতে হবে। সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে যে সব সংশোধনী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ইতিপূর্বে দেয়া হয়েছে , তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বিআরটিএ-এর কাছে জমাকৃত ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ করতে হবে এবং না দেওয়া পর্যন্ত ড্রাইভারদের চলমান লাইসেন্স দিয়ে গাড়ি চালনার সুযোগ দিতে হবে। যানবাহন বর্ধিত আয়কর প্রত্যাহার করতে হবে। সড়ক ও মহাসড়কে পুলিশি হয়রানি, মাস্তান, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। বিআইডব্লিটিএ বিভিন্ন ফেরিঘাটে ও টার্মিনালে ঘাট ইজারা দেয়া বন্ধ করে পূর্বের ন্যায় বিআইডব্লিউটিএ-এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে।  

আরো পড়ুন : যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ একটি কার্যকর পদক্ষেপ : স্পিকার

মো. রুস্তম আলী খান বলেন, বিষয়টি আমরা চিঠি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দফতরে জানিয়েছি। ১১ অক্টোবরে মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা ১২ অক্টোবর থেকে ধর্মঘটে যাব। প্রয়োজনে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিয়ে লাগাতার আন্দোলনে যাব। পাশাপাশি তিনি রাজশাহীর পুটিয়ায় সড়কে ছাগল মারার অভিযোগে পণ্য পরিবহন শ্রমিক আবু তালেক পিটিয়ে হত্যার করার মূল হোতা গোলাম মোস্তফার গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি