শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারো বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৭:৩৫

আবারো বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনা পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। 

 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

এর আগে গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই চলমান ছুটি আরও বাড়ানো হবে। 

 

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস। করোনা পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। কয়েক দফা বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

ইত্তেফাক/জেডএইচডি/ইউবি