বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে চার ধাপ উন্নতি বাংলাদেশের

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৫৯

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১৮-তে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সন্ত্রাস কমায় আগের বছরের ২১তম অবস্থান থেকে এগিয়ে এবার ২৫ তম হয়েছে বাংলাদেশ।

মোট ১৬৩টি দেশের তথ্য বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা ইন্সস্টিটিউট ফর ইকনমিক্স এন্ড পিস।

বাংলাদেশে ঘটা সবশেষ বড় ধরনের সন্ত্রাসী হামলা হিসেবে ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার কথা উল্লেখ করা হয়েছে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে।

সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার ভুটান, নেপাল ও শ্রীলংকায় সন্ত্রাসবাদ পরিস্থিতির উন্নতি হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বে শীর্ষ দশ ধনী নারী

তালিকায় ৫ নম্বরে রয়েছে পাকিস্তান, ভারত ৭ম। সবচেয়ে বেশি সন্ত্রাসের ঘটনার কারণে ১ম অবস্থানে ইরাক। আফগানিস্তান ২য়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইন ও মিয়ানমারে সন্ত্রাসবাদের কারণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগের বছরের তুলনায় ১৩ ধাপ পিছিয়ে ২৪ তম অবস্থানে রয়েছে মিয়ানমার।

ইত্তেফাক/টিএস