বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ পরিচালিত আর্ট প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি শিশু 

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:৪৯

কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) পরিচালিত গ্লোবাল আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশি শিশু আনজার মুস্তাইন আলী (৬) বিজয়ী হয়েছে। ‘ইউনাইটেড এগেইন্সট করোনা-এক্সপ্রেস থরু আর্ট’ শীর্ষক বিশ্বব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হয় শিশুটি।

মুস্তাইন আলীর এই শিল্পকর্মের জন্য পুরস্কার হিসেবে তাকে ১ হাজার ডলার দেওয়া হয়েছে। ঢাকার ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানে দেশটির হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী পুরস্কারের চেকটি তার হাতে তুলে দেন। 

একই সঙ্গে তার পরিবার ও হাই কমিশনের কর্মকর্তাদের উপস্থিতে মুস্তাইন আলীকে অভিনন্দন জানান তিনি। 

প্রতিযোগিতাটি কোভিড-১৯ লড়াইয়ে বিশ্বজুড়ে শিল্পীদের আবেগ, অনুভূতি, ধারণা এবং উদ্ভাবনী চিন্তার শেল্পিক প্রকাশকে উৎসারিত করার একটি প্রয়াস। 

আরও পড়ুন: গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

সারা বিশ্ব থেকে আট হাজারেরও বেশি চিত্রকর্ম জমা পড়ে, যার মধ্যে থেকে প্রথম দফায় ২১০ টি শিল্পকর্মকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। চূড়ান্ত পর্যায়ে বিচারকরা সমসাময়িক শিল্প, লোক ও আদিবাসী শিল্প, ব্যঙ্গচিত্র ও ইলাস্ট্রেশন এবং ডিজিটাল ও নিউজ এজ আট এই চারটি বিভাগ থেকে ভারতীয় এবং বিদেশি পেশাদার, শৌখিন ও শিশু ইত্যাদি বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। 

ইত্তেফাক/এএএম