বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘রেল যোগাযোগ বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তাই করা যায় না’

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৯:২৭

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল যোগাযোগ ব্যবস্থাকে বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তাই করা যায় না।

 

শনিবার মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে ফরিদপুর জেলার কামারখালী থেকে মধুখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন ব্রডগেজ লাইন নির্মাণ প্রকল্পের কয়েকটি জায়গা পরিদর্শন করেন তিনি।

 

সদর উপজেলার রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বলেন, মাগুরাতে রেললাইন হবে। কামারখালী থেকে আপত্তি এসেছে। সরেজমিনে এসেছি। কোনো সমস্যা হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেব। মাগুরায় রেল ব্রিজ ও রেলপথ হবে।  যে দেশ যত উন্নত সেই দেশের রেললাইন তত উন্নত।

আরো পড়ুন : বাংলাদেশের বন্ড বাজার বিকাশে আইএফসির সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। জনসভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।  

 

 

ইত্তেফাক/ইউবি