শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা ভাইরাস

নেগেটিভ সনদ থাকলেও প্রবাসীদের করোনা পরীক্ষা

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৯:২০

প্রবাসীরা বিদেশ থেকে নেগেটিভ সনদ নিয়ে আসলেও তাদের আবারো করোনা টেস্ট করা হবে। করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য বিমানবন্দরগুলোতে পরীক্ষা বাড়ানো হচ্ছে। 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান ড. পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

তিনি বলেন, প্রথম আসার পর প্রত্যেককে আমরা টেস্ট করবো। আমরা পিসিআর টেস্ট করে রেজাল্ট দেখবো কি অবস্থা। যদি নেগেটিভ আছে মেনে হয়, তখন তাদের সেলফ কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে। যারা নেগেটিভ নিয়ে আসবেন তাদেরও দেখবো অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি না। 

আরো পড়ুন: অন্তরঙ্গ দৃশ্য ধারণ করেই ফোন চুরি করতো রাতুল

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তখন বাংলাদেশেও বেড়েছে সংক্রমণ। কিন্তু এ নিয়ে মানুষের মাঝে কমে এসেছে সচেতনতা। ফলে মাস্ক পরার বিষয়ে কঠোর হতে যাচ্ছে সরকার। এজন্য অভিযানে নামতে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন: যেভাবে গ্রেফতার হলেন সাকিবকে হত্যার হুমকিদাতা 

ইত্তেফাক/জেডএইচ