শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির খোঁজে দুদক

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২০:০৫

কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য তালিকা চাওয়া হয়েছে। 

সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত।

তিনি বলেন, ‘কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। আমরা তালিকা চেয়েছি সরকারের কাছে।’

দুদক সচিব বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলেছেন। আমরা সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে কাজ শুরু করব।’

দিলওয়ার বখত জানান, তদন্তকালে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে ৪২ কোটি ৭৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ছয় কোটি ৫৪ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ