শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৭ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৯:৫৬

৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। প্রত্যেকে দুই ডোজ করে এই ভ্যাকসিন পাবে। আগামী ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের মা, শিশু ও কৈশোর স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক এ তথ্য জানান। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই একই প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, গ্যাভি কোভ্যাক্স থেকে ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখ করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মোট জনসংখ্যার শতকরা ২০ শতাংশ হারে প্রায় ১৩ কোটি মানুষ ভ্যাকসিন পাবে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশকে করোনা ভাইরাসের টিকা সরবরাহের আশ্বাস দিয়েছে গ্যাভি কোভ্যাক্স।

ডা. মো. শামসুল হক বলেন, যারা আগে জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দেবে তারাই আগে ভ্যাকসিন পাবে। গ্যাভি যখন থেকে পরিকল্পনা জমা নেওয়া শুরু করবে, আশা করছি আমরা প্রথম দিনই আমাদের পরিকল্পনা জমা দিতে পারব।

ইত্তেফাক/জেডএইচ