ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

অধ্যাপক নেহাল আহমেদ ও অধ্যাপক ড. রমা বিজয় সরকার। ফাইল ছবি
অনলাইন ডেস্ক১৯:০৮, ২৫ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আর সিলেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সরকারি তিতুমীর কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ড. রমা বিজয় সরকার। অপর আদেশে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হককে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।
আজ বুধবার (২৫ নভেম্বর) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আলাদা আদেশে বলা হয়েছে, নিজ বেতনক্রম অনুযায়ী তারা বেতন-ভাতা গ্রহণ এবং পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।
ইত্তেফাক/এসআই