করোনায় আরো ৩৫ জনের মৃত্যু

ছবিটি নিউ মার্কেট এলাকা থেকে তোল। ছবি: আব্দুল গনি
অনলাইন ডেস্ক১৫:৪৬, ৩০ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৬৪৪ জন।
এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৪ হাজার ৯৩২ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত এক দিনে ২ হাজার ৫৩৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন হয়েছে।
এদিকে সরকারের পক্ষ থেকে বাইরে বের হলে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
ইত্তেফাক/জেডএইচ