শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘কয়েকজন ব্যক্তির কাছে ইসলাম ধর্মকে লিজ দেওয়া হয়নি’

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৮:৩২

কয়েকজন ব্যক্তির কাছে ইসলাম ধর্মকে লিজ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে নাট্যজন আলী যাকের ও ফুটবলার বাদল রায়ের স্মরণে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, হক্কানি আলেমরা নায়েবে রাসুল হিসেবে এগিয়ে আসুন, আপনার সঠিক কথা বলুন। ভাস্কর্য ইসলামে হারাম নয়, সেটা জাতিকে বলুন।

তিনি আরো বলেন, যারা আলেম সমাজ, তারা যদি কথা না বলে, মানুষ ধরে নেবে ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়। সুতরাং হক্কানি আলেমদের এগিয়ে আসতে হবে।

বিশ্বের প্রায় সব ইসলামিক রাষ্ট্রে প্রাচীনকাল থেকে ভাস্কর্য রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭২ সালে গাজীপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধার হাতে রাইফেল ও গ্রেনেড সম্বলিত ভাস্কর্য নির্মাণ করা হয়, যা এখনো বিদ্যমান। কিন্তু এখন যেসব ধর্ম ব্যবসায়ী ভাস্কর্যের বিষয়ে কথা বলছে তাদের উদ্দেশ্য কী?

ইরান, আফগানিস্তান ও পাকিস্তানে প্রচুর ভাস্কর্য রয়েছে বলেও জানান তিনি। 

ইত্তেফাক/জেডএইচ