বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ, বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি
ইত্তেফাক রিপোর্ট১৯:০৮, ০৪ ডিসেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠান শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ সময় বিজিবির চৌকষ দলের কুচকাওয়াজ উপভোগ ও সালাম গ্রহণ করবেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন।
আরো পড়ুন : উন্নয়ন দেখে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের
এছাড়া আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখবেন। নতুন নিয়োগ পাওয়া পুরুষ ও নারী সদস্যরা শপথ গ্রহণ করবেন। এ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল।
ইত্তেফাক/ইউবি