ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকবেন বাংলাদেশের ১২২ সেনা

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১২২ জন সদস্য। ভারতীয় বিমান বাহিনীর ‘সি-১৭ গ্লোবমাস্টার’ নামের আকাশযানে চড়ে দিল্লি গেছেন তারা।
আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশেষ কুচকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের ৭০ বছরের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ভারতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকছে। এ নিয়ে বেশ আনন্দিত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি।
#Bangladesh Armed Forces boarding @IAF_MCC C-17 Globemaster to join #RepublicDay Parade 2021. First time ever to host ???????? contingent in our Parade. Together We Fought, Together We March, proud of 50 years of a friendship beyond strategic partnership.@MEAIndia @adgpi pic.twitter.com/2yFZoUzRps
— Vikram Doraiswami (@VDoraiswami) January 12, 2021
এ বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই এবার বাংলাদেশের সেনা সদস্যদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত ভারতীয় হাইকমিশনার। দুই দেশের সৌহার্দ্যের বিষয়টি উল্লেখ করে টুইটারে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে লড়েছি, একসঙ্গে পথ চলেছি। দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে পেরে আমরা গর্বিত।’
ইত্তেফাক/এএইচপি