টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা [ফাইল ছবি]
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৪:৩৩, ২১ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আজ বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হবে।
তিনি আভাস দিয়ে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে বাংলাদেশ। টিকাদানের ক্ষেত্রেও আমরা সফল হবো।
ইত্তেফাক/এমআর