শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৪:৫৪

ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আজ বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হবে।

তিনি আভাস দিয়ে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে বাংলাদেশ। টিকাদানের ক্ষেত্রেও আমরা সফল হবো।

ইত্তেফাক/এমআর