বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লন্ডন ফেরতদের কোয়ারেন্টাইন আবার ৭ দিন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২০:৫৭

লন্ডনফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় চারদিন থেকে বাড়িয়ে আবার ৭ দিন করা হয়েছে। মাত্র ৮ দিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করলো সরকার।

এর আগে ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কার্যকর করে সরকার। প্রাথমিকভাবে ১৫ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ রাখা হয়। 

আরও পড়ুন: যুক্তরাজ্য ফেরতদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

তবে ১৩ জানুয়ারি অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের সময় ১৪ দিন থেকে কমিয়ে চারদিন করে। তবে চারদিন পর কোভিডের নমুনা পরীক্ষার পর ফল নেগেটিভ আসলেই কেবল কোনো যাত্রী হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন। আর ফল পজিটিভ আসলে তাকে হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আরও পড়ুন: শাহজালালে আসা যুক্তরাজ্য ফেরত ১১ যাত্রী কোয়ারেন্টাইনে

৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নতুন সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন। বর্তমানে সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়িরেন্টাইনের পাশাপাশি যুক্তরাজ্য ফেরত যাত্রীরা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে পারেন।


ইত্তেফাক/ইউবি