শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতির দাবি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৪:০৩

১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। জয়দেবপুর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনাসভায় নেতৃবৃন্দ এ দাবি জানান। 

১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) সহায়তায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এক মুক্ত আলোচনাসভায় গত শনিবার এ দাবি করা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া।

সংগঠনের প্রধান সমন্বয়কারী আতাউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাফিজা খাতুন, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, অধ্যক্ষ এম এ বারী, সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল বারী, প্রভাষক হালিমা খাতুন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ