বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাংবাদিক শাহীন রেজা নূরকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৭

সাংবাদিক সাংবাদিক শাহীন রেজা নূরকে বাংলাদেশের মিরপুস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৩ মার্চ তার লাশ ভ্যাংকুভার থেকে ঢাকায় সরকারি প্রক্রিয়ায় পৌঁছার কথা। তার মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে দাফনের নির্দেশ দেন।

এদিকে ওটোয়াস্থ হাইকমিশনার ড. খলিলুর রহমান ইত্তেফাককে জানান যে, দূতাবাস থেকেও যাবতীয় করণীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত। সেজন্য ভ্যাংকুভারে তার পরিবারের সাথে যোগাযোগ চলছে।

ছবি: ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা এবং কার্যনির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগে গত ১৩ জানুয়ারি ভ্যাংকুভার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সৌরভ রেজা নূর ও আবির রেজা নূর এবং স্ত্রী খুরশিদ জাহানকে রেখে যান। তারা সপরিবারে কানাডায় অভিবাসী।

তিনি শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের দ্বিতীয় সন্তান। তার আরও সাত ভাই হলেন-শামীম রেজা নূর, ফাহিম রেজা নূর, নাসিম রেজা নূর, সেলিম রেজা নূর, শাহীদ রেজা নূর, জাহীদ রেজা নূর এবং তৌহিদ রেজা নূর।

ইত্তেফাক/এএএম