শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘টিকা নেওয়ার পরও বিদেশ যেতে কোভিড নেগেটিভ সনদ লাগবে’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকার ডাবল ডোজ পাওয়ার পরও বিদেশ যেতে হলে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ১৮ এর নিচে বয়স যাদের তারা টিকা পাবে না, যাদের বয়স বেশি তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেওয়া হবে।

আজ মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) সমসাময়িক বিষয় নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, এখনও দেড় কোটি মানুষকে তিন কোটি ডোজ দিতে বাকি আছে। এপ্রিলের সাত তারিখে দ্বিতীয় ডোজ শুরু হবে। এ মাসে ৫০ লাখ ডোজ দেওয়ার কথা থাকলেও এসেছে ২০ লাখ ডোজ। শিক্ষক, পাইলট, বিমানবন্দরকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।

জাহিদ মালেক জানান, করোনা ভাইরাসে প্রায় ৩৬ লাখ টিকার রেজিস্ট্রেশন হয়েছে। দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। যেসব দেশের টিকার তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে বাংলাদেশ ওইসব দেশ থেকেই কেবল সেটি গ্রহণ করবে।

ইত্তেফাক/এসআই