৩৩৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৫:১০, ০৭ মার্চ, ২০২১ | পাঠের সময় : ০.৩ মিনিট
প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা। রবিবার এই পদোন্নতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একটি প্রজ্ঞাপনে বিদেশে চাকরিরত ১৫ জন কর্মকর্তা এবং অন্যটিতে ৩২২ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে।
পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী, তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে।
ইত্তেফাক/এএএম