শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা পরিস্থিতি অবনতি

অফিসে খাবার না খেতে নির্দেশনা নির্বাচন কমিশনের 

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:০৭

কোভিড-১৯ পরিস্থিতি অবনতি হওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে অফিসে খাবার না খাওয়ার জন্যও কর্মীদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের নির্দেশনা মোতাবেক ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ চালাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাজ চলছে অর্ধেক জনবলে।

ইসির কর্মকর্তারা জানান, সরকারঘোষিত নির্দেশনার পাশাপাশি বাড়তি সতর্কতাও মানা হচ্ছে। এক্ষেত্রে মোট কর্মী দুই ভাগে ভাগ হয়ে একদিন পরপর অফিসে এসে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বলা হয়েছে। এছাড়া অফিসের গাড়িতে যাওয়া-আসা এবং দুপুরের খাবার অফিসে গ্রহণ না করার জন্যও উৎসাহিত করা হয়েছে। সার্বক্ষণিক মাস্ক পরার বিষয়টিও নিশ্চিত করার জন্য নির্দেশনা রয়েছে। ইসি বিভিন্ন শাখার কর্মীরা ভাগ ভাগ হয়ে কাজ করেছেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও অনেকে অফিস করেননি। তবে কোনো কোনো শাখার কর্মকর্তা-কর্মচারীরা হোম অফিসও করেছেন।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছে ইসি। ইসি সচিব জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

ইত্তেফাক/কেকে