বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্থগিত হওয়া ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জুন

আপডেট : ০২ জুন ২০২১, ১৯:২১

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছিলো প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন। যা আগামী ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে গত ১১ এপ্রিল এসব জায়গায় ভোট গ্রহণের হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

এছাড়া সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব। সচিব বলেন, মনোনয়নপত্রের সংগ্রহের শেষ সময় ১৫ জুন। মনোনয়নপত্রের বাছাইয়ের তারিখ ১৭ জুন। আপিল দায়ের করতে পারবে ১৮ থেকে ২০ জুনের মধ্যে। আপিল নিষ্পত্তির তারিখ ২১-২২ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোট গ্রহণ ১৪ জুলাই।

ইত্তেফাক/এসআই